আগরতলা (ত্রিপুরা): আগরতলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী খারচি উৎসব। সোমবার সকালে শহরের অদূরে পুরানো হাভেলিতে শুরু হওয়া খারচি উৎসবে দর্শনার্থীদের ভীড় উপচে পড়ছে।
রাজন্য আমল থেকে প্রচলিত ত্রিপুরার এই ঐতিহ্যবাহী প্রধান উৎসবে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন হাজারো মানুষ।
খারচি উতসবকে কেন্দ্র করে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে গোপন পর্যবেক্ষণ ক্যামেরা (সিসি টিভি)।
সরকারি প্রথা মেনে নিরপত্তা কর্মীদের গার্ড অব অনারের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের সূচনা করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক।
উল্লেখ্য, ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত এই থারচি উৎসব এখন রাজ্যের সকল মানুষেরই উৎসবে পরিণত হচ্ছে।
খারচি উৎসবের কেন্দ্রবিন্দু পুরানো হাভেলি এক সময় ত্রিপুরার রাজাদের রাজধানী ছিল। পরে এখান থেকেই রাজধানীকে আগরতলায় স্থানান্তরিত হয়।
জানা গেছে, এবার খারচি উৎসবকে ঘিরে প্রায় দুই হাজার দোকান বসেছে পুরানো হাভেলি চত্বরে। আগামী সাত দিন চলবে এই উৎসব। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com