ঢাকা: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর মামুনন হুসাইনকে মনোনয়ন দিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ।
আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য এ নির্বাচনের জন্য বুধবার নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লীগ।
বুধবার দলটির মুখপাত্র তারিক আজিম জানিয়েছেন, রাজনীতিক হিসেবে স্বচ্ছ ও একনিষ্ঠ মানসিকতার অধিকারী হিসেবে পরিচিত মামনুন হুসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মুসলিম লীগের জ্যেষ্ঠ নেতা রাজা জাফরুল হক জানিয়েছেন, আগামী ৬ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও তা পরিবর্তনের জন্য আবেদন করা হলে সুপ্রিম কোর্ট তা গ্রহণ করেন।
উল্লেখ্য, সিনেট, ন্যাশনাল অ্যাসেম্বলি ও চারটি প্রদেশের অ্যাসম্বলির ভোটে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়।
সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নওয়াজের অনুগত মামনুনই হতে যাচ্ছেন আসিফ আলী জারদারির স্থলাভিষিক্ত।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com