ঢাকা: ভারতে একটি স্কুলে দুপুরের খাবারে খেয়ে কমপক্ষে ২২ শিশু মারা গেছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরো ৩০ শিশু।
বুধবার ভারতের বিহারের চাপরা জেলার একটি সরকারি বিদ্যালয়ের দুপুরের বিনামূল্যের খাবার খেয়ে এই ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশের বয়স দশ বছরের নিচে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার।
ভারতের টাইমস অব ইন্ডিয়া, জি-নিউজ এবং এনডিটিভির খবরে বলা হয়, দেশটির বিভিন্ন সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়ানোর জন্য বিনামূল্যে সরকারি খাবার দেওয়া হয়ে থাকে। কিন্তু প্রায়ই এসব খাবারের মান নিয়ে প্রশ্ন উঠে থাকে।
এই ঘটনায় বিরোধীদল সরকারের কঠোর সমালোচনা করেছে।
হাসপাতালে ভর্তি এমন এমন একজন অভিভাবক সংবাদ মাধ্যমকে জানাচ্ছিলেন, আমার সন্তান স্কুল থেকে পেটে ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। পরিস্থিতি জানার জন্য স্কুলে গেলে, সেখানে অনেক ছেলেমেয়েকে অসুস্থ হয়ে শুয়ে থাকতে দেখা যায়।
ইউনিয়ন মন্ত্রী পলম রাজু বলেন, ছেলেমেয়ের দুপুরের যে খাবারটি দেয়া হয়, তা বিষাক্ত ছিল। প্রাথমিকভাবে এক তদন্তে দেখা শিশুদের যে ভাত দেওয়া হয়েছে সেই চালে কীটনাশক মেশানো ছিল। তাছাড়া রান্নার পূর্বে ভালোভাবে খাবার না ধোয়ারও অভিযোগ উঠেছে।
ইতোমধ্যে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা এবং শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকার বলছে বাছ-বিচার না করে এসব কীটনাশকযুক্ত খাবার ক্রয়ের জন্য অবশ্যই স্কুলের শিক্ষকরা দায়ী।
প্রায়ই বিহারের বিভিন্ন বিদ্যালয়ে নিম্নমানের খাবার ক্রয়ে দুনীর্তির অভিযোগ উঠে। বিশ্বের সবচেযে বড় এই খাদ্যে কর্মসূচির অধীনে ভারতে প্রায ১২ কোটি শিশু অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর