ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মান্না দে’র ভাইপোর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, জুলাই ১৭, ২০১৩
মান্না দে’র ভাইপোর বিরুদ্ধে মামলা

কলকাতা: বিশিষ্ট সঙ্গীত শিল্পী মান্না দে’র ভাইপো তড়িৎদে’র বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করল কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে মান্না দে’র প্রায় তিরিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এনেছিলেন শিল্পীর ছোট মেয়ে সুমিতা দেবী।



সুমিতা দেবীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করার জন্য বেশ কয়েকবার থানায় ডাকা হয় তড়িৎদে’কে। তিনি প্রতিবারই আইনজীবী পাঠিয়ে বিষয়টি এড়িয়ে গিয়েছেন । এ বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (মধ্য) দেবেন্দ্রপ্রতাপ সিং জানান, এ ঘটনায় অভিযুক্ত তড়িৎ দে’কে ডেকে পাঠানো সত্ত্বেও তিনি আসেননি। তার বিরুদ্ধে আমরা প্রতারণার মামলা করেছি। এজন্য পুলিশি তল্লাশিও শুরু হয়ে গেছে।

পুলিশ মান্না দে’র অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে পাঠায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে। পুলিশি জেরার সামনে না আসার জন্য তড়িৎ দে’র পরিবারিক সূত্রে জানানো হয়, তিনি অসুস্থ। এ বিষয়ে শিল্পীর ভাইপো তড়িৎ দে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা  সম্পূর্ণ মিথ্যা। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।