নয়াদিল্লি: শিক্ষায় গৈরিকরণের অভিযোগ উঠল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের স্কুলের পাঠ্য পুস্তকে ভাগবত গীতার কিছু অধ্যায় সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
গত মাসেই রাজ্য সরকার বিষয়টি নিয়ে একটি নোটিফিকেশন জারি করেছিল। ইতিমধ্যেই মাধ্যমিক শিক্ষামণ্ডলের সঙ্গে কথা বলেছে রাজ্য সরকার। মাধ্যমিক শিক্ষামণ্ডল পাঠ্য পুস্তকে ভাগবত গীতার কিছু চ্যাপ্টার অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত মেনে নিয়েছে। ২০১২-১৪’র শিক্ষাবর্ষে নবম-একাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে এখন থেকে ভাগবত গীতা পড়ানো হবে।
গত তিন বছর ধরেই এ পাঠক্রম চালুর চেষ্টা করছিল মধ্যপ্রদেশ সরকার। তখন বলা হয়েছিল, এর ফলে ছাত্র-ছাত্রীদের নৈতিক মান উন্নয়ন ঘটবে।
এ ঘটনার নিন্দা করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র নরেন্দ্র সালুজা বলেছেন, ‘বিজেপি শিক্ষায় গৈরিকরণের চেষ্টা করছে। আসলে আরএসএস চায় এমন পাঠ্যপুস্তক করতে পারলেই তারা খুশি। ’
সালুজা আরও বলেন, ‘এ রাজ্যে অনেক ধর্মের মানুষ বাস করেন। যদি ধর্মীয় বিষয় সংযুক্ত করতে হয় তা হলে বাইবেল, কুরআন এবং গ্রন্থসাহিব থেকেও পাঠ্যপুস্তকে চ্যাপ্টার অন্তর্ভুক্ত করতে হবে। ’ এ দাবি করে সালুজা বলেন, ‘তা না হলে বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করা হবে। ’
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com