নয়াদিল্লি: সরকারি সংস্থা বসুমতী কর্পোরেশনকে দিয়ে ‘তারা’ চ্যানেল চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার মহাকরণে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চ্যানেল অধিগ্রহণের জন্য রাজ্য সরকার অর্ডিন্যান্স আনার ব্যাপারে তৎপর হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অর্ডিন্যান্সটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এখনও সে অনুমোদন আসেনি। ’
‘তারা’ চ্যানেলটি রাজ্য সরকার অধিগ্রহণ করার ব্যাপারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যে আপত্তি জানিয়েছে। চিটফান্ড সংস্থা সারদার কাছে এ চ্যানেলটির মালিকানা রয়েছে। সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ায় পরে চ্যানেলটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
গত ২৩ মে মমতা ঘোষণা করেন, ‘তারা’ চ্যানেলের কর্মীদের এক্সগ্রাসিয়া হিসাবে পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ টাকা দেওয়া হচ্ছে। প্রায় ১৭০ জন কর্মীর প্রত্যেকে এক্সগ্রাসিয়া হিসাবে মাসে ১৬ হাজার টাকা পাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২১০৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com