ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালালার ওপর হামলা কাম্য ছিল না তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, জুলাই ১৮, ২০১৩
মালালার ওপর হামলা কাম্য ছিল না তালেবানের

ঢাকা: পাকিস্তানের নারী ও শিশুশিক্ষা আন্দোলনের অগ্রদূত মালালা ইউসুফজাইয়ের ওপর হামলা কাম্য ছিল না এবং এ ধরনের হামলার ঘটনা অপ্রত্যাশিত ছিল স্বীকার করে চিঠি দিয়েছেন জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান’র (টিটিপি) সিনিয়র নেতা আদনান রশিদ।

সামান্যতম দুঃখ প্রকাশ না করলেও পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এই নন-কমিশন্ড অফিসার বলেন , ‘এ ধরনের হামলা কখনোই কাম্য ছিল না।



গত বছরের অক্টোবরে স্কুল থেকে ফেরার পথে মালালার ওপর হামলা চালানোর পর বিশ্বব্যাপী তালেবানদের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত মালালা কয়েক মাস আগে যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতাল থেকে প্রাথমিক আরোগ্য লাভ করেন। বর্তমানে যুক্তরাজ্য বসবাসরত মালালা সম্প্রতি জাতিসংঘ কার্যালয়ে নিজের ১৬তম জন্মবার্ষিকী উদযাপন করেন।

মালালার উদ্দেশ্যে পাঠানো ব্যক্তিগত চিঠিতে পারভেজ মোশাররফ আমলের মৃত্যুদণ্ড প্রাপ্ত তালেবান কমান্ডার আদনান রশিদ দাবি করেন, ‘নারী শিক্ষার প্রচারণার জন্য মালালার ওপর হামলা চালানো হয়নি, তিনি তালেবানদের বিরুদ্ধে প্রচারণায় নেমেছিলেন এজন্য হামলা চালানো হয়েছে। ’

তালেবানরা নারী শিক্ষার বিরুদ্ধে নয় দাবি করে সম্প্রতি জাতিসংঘে দেওয়া মালালার ভাষণের উদ্ধৃতি টেনে বলেন, ‘তুমি বলেছ তোমার কলম তরবারির চেয়ে বেশি শক্তিশালী, তুমি তরবারির জন্যই আক্রান্ত হয়েছিলে, বই কিংবা স্কুলের জন্য নয়। ’

২০১২ সালে উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি কারাগার থেকে পালিয়ে যাওয়া রশিদ নিজের চিঠির শেষে মালালার প্রতি আহবান জানিয়ে বলেন, ‘ঘরে (পাকিস্তানে) ফিরে আসো, ইসলামি ও পশতু সংস্কৃতিকে গ্রহণ করো এবং যেকোনো একটি মহিলা মাদরাসায় ভর্তি হও, নিজের কলমকে তাদের বিরুদ্ধে ব্যবহার করো...যারা পুরো মানবতাকে দাসত্বপ্রথায় আবদ্ধ করে ফেলতে সুক্ষ্ম ষড়যন্ত্র করে। ’

তালেবানদের এই চিঠির ব্যাপারে অবগত আছেন জানিয়ে মালালার মা-বাবা জানিয়েছেন তারা সরাসরি কোনো চিঠি পাননি। তাছাড়া, এই চিঠির ওপর কোনো মন্তব্য করতেও আগ্রহী নন তারা।

অন্য দিকে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের বিশেষ শিক্ষাদূত গর্ডন ব্রাউন বলেছেন, ‘তালেবানদেরও ওপর গভীর প্রভাব ফেলেছেন মালালা। তার ওই ঘটনা তালেবানদের পুরোপুরি বেকায়দায় ফেলে দিয়েছে আর এই কারণেই তারা এ ধরনের বিবৃতি দিচ্ছে। ’

তিনি বলেন, ‘তারা যদিও বলে যে তারা শিক্ষার বিরুদ্ধে নয়, তারা এখনও স্কুলে হামলা চালাচ্ছে, স্কুল শিক্ষকদের হত্যা করছে। ’

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ