ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যান্ডেলার জন্মদিন প্রিটোরিয়ার হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪২, জুলাই ১৮, ২০১৩
ম্যান্ডেলার জন্মদিন প্রিটোরিয়ার হাসপাতালে

ঢাকা: মানবাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন বৃহস্পতিবার।

নিজ দেশের রাজধানী প্রিটোরিয়ার হাসপাতালেই এবার নিজের জন্মবার্ষিকী পালন করবেন এই বিশ্বনেতা।



উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বারবার ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ গত ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে স্থিতিশীল দাবি করা হচ্ছে।

১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণকারী এই বিশ্বনেতার পুরো নাম নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা।

দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ম্যান্ডেলা ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসেবে বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণকারী ম্যান্ডেলাকে ১৯৬২ সালে দেশটির বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

কয়েক দফায় প্রায় ২৭ বছর কারাভোগকারী এই বিশ্বনেতাকে অধিকাংশ সময়ই নির্বাসনে কাটাতে হয়ে দুর্গম রবেন দ্বীপে।

১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি কারামুক্ত হয়ে তাঁর দলের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেন। আলোচনার ফলাফল দেশটিতে বর্ণবাদের অবসান ঘটে এবং সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

নিজ গোত্রে মাদিবা নামে পরিচিত ম্যান্ডেলা গত চার দশকে ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন।

মানবাধিকার আন্দোলনে বিশেষ অবদান রাখায় ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।