নয়াদিল্লি: ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় এবার মান্না দের পরিবারের সদস্যদের জেরা করবে পুলিশ। জেরা করা হবে অভিযুক্ত ভাইপো তড়িৎ দে-কেও।
মান্না দের অ্যাকাউন্টের টাকা লোপাটের অভিযোগে ভাইপো তড়িৎ দের বিরুদ্ধে মঙ্গলবার প্রতারণার মামলা দায়ের করে কলকাতা পুলিশ।
এবিষয়ে কলকাতা পুলিশের ডিসি (মধ্য) দেবেন্দ্রপ্রতাপ সিং জানান, মান্না দে ও তার ভাইপো তড়িৎ দের মধ্যে ঠিক কী ধরনের চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এমনকি এই চুক্তির কোনো লিখিত বয়ান আছে কি না তাও জানার চেষ্টা করা হচ্ছে।
পাশাপাশি ব্যাংকের কাছে জানতে চাওয়া হয়েছে, ওই অ্যাকাউন্ট নিয়ে দু’জনের মধ্যে কী ধরনের চুক্তি ছিল বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কী কী শর্তাবলী রয়েছে।
অন্যদিকে পুলিশ তড়িৎ দের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেও খোঁজ মিলছে না তার। এর আগে একাধিকবার থানায় ডাকা হলেও তিনি উপস্থিত হননি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর