ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেপলের ভুলে লাখ কোটি ডলার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, জুলাই ১৮, ২০১৩
পেপলের ভুলে লাখ কোটি ডলার!

ঢাকা: মুহূর্তের জন্য বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ক্রিস রেনল্ডস! এমনই টাকার মালিক হয়েছিলেন যে তার পরিমাণ জানতে বিলিয়ন-ট্রিলিয়ন নয়, যেতে হবে কোয়াড্রিলিয়নে!

পেনসিলভেনিয়ার অধিবাসী ৫৬ বছর বয়সী রেনল্ডস সম্প্রতি তার পেপল অ্যাকাউন্টে ঢুকে তাজ্জব বনে যান। তার অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ দেখা যায় ৯২,২৩৩,৭২০,৩৬৮,৫৭৪,৮০০ মার্কিন ডলার! কথায় বললে, এ অঙ্কের পরিমাণ ৯২ কোয়াড্রিলিয়ন ২৩৩ ট্রিলিয়ন ৭২০ বিলিয়ন ৩৬৮ মিলিয়ন ৫৪৭ হাজার ৮০০ ডলার।



বলা বাহুল্য, বিল গেটস, কার্লোস স্লিম সহ পৃথিবীর সব বিলিয়নয়ারের মোট অর্থও এর কাছে নস্যি!

অবশ্য এ অভাবনীয় সৌভাগ্য বেশিক্ষণ রইলো না। একটু পরই রেনল্ডস দেখতে পান, টাকার অঙ্ক বদলে আগের জায়গায় ফিরে গেছে। ক্ষণিকের ত্রুটি সংশোধন করে নিয়েছে বিশ্বের বৃহত্তম অনলাইন লেনদেন সাইট পেপল।

রেনল্ডস এ ব্যাপারে বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম আমি কোয়াড্রিলিয়নের মালিক হয়েছি। ই বিস্মিত হয়েছিলাম। ”

তিন সন্তানের জনক রেনল্ডস দীর্ঘ দশ বছর ধরে পেপলের নিয়মিত ব্যবহারকারী।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ