আগরতলা (ত্রিপুরা): অগ্নিকান্ডের ঘটনা ঘটল আগরতলার প্রধান হাসপাতাল জিবি’তে। অগ্নিকান্ডে কেউ আহত না হলেও গোটা হাসপাতাল চত্বরে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে রাজ্যের জিবি হাসপাতালের আই সি ইউ বিভাগে আগুন লাগে। সেখানে রাখা রাখা একটি বাতানুকুল যন্ত্র থেকে পুরো বিভাগেই আগুন ছড়িয়ে পড়ে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি বলে জানা গেছে।
হাসপাতালে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা প্রথমে ধোঁয়া দেখতে পান। তারপর তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে খবর দেন অগ্নি নির্বাপক দফতরে। অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা আসার আগেই আই সি ইউ-তে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে থাকা রোগীদের সরিয়ে নেয়া হয় অন্য ওয়ার্ডে। আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য বিভাগের রোগীদের মধ্যেও।
অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওয়ার্ডের দেয়াল আগুনে পুড়ে কালো হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় হাসপাতালে ছুটে আসেন স্বাস্থ্য দফতরের কর্তা ব্যাক্তিরা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com