ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, জুলাই ১৮, ২০১৩
আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

ঢাকা: আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৮ শ্রমিক নিহত হয়েছে। নিহত  শ্রমিকেরা লগার প্রদেশে একটি মার্কিন সেনা ঘাঁটিতে কাজে যাচ্ছিল।



বৃহস্পতিবার সকালে লগারের রাজধানী পল-ই-আলমের পাদ খোয়াব এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, ১৫-২৫ বছর বয়সী ঐ শ্রমিকেরা একটি ভ্যানে করে সেনাঘাঁটিতে যাচ্ছিল।

পথে বন্দুকধারীরা জোরপূর্বক ভ্যান থামিয়ে গুলি করে।

এখন পর্যন্ত কোনো দলই এ হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে তালিবানরাই এ হামলা করেছে।

বিবিসির সাংবাদিক সঞ্জয় মজুমদারের কাবুল প্রতিবেদন অনুযায়ী তালিবান কর্তৃপক্ষ জানিয়েছিলো, পবিত্র রমজান মাসেও তারা তাদের হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

নিহতদের প্রায় সবার বাড়িই পাশের গ্রামে। তাদের পরিবারকে লাশ হস্তান্তর করা হয়েছে।

যেসব বেসামরিক নাগরিক নিরাপত্তাবাহিনীর জন্য কাজ করছে জঙ্গিরা তাদের উপর হামলার পরিকল্পনা করেছে। মনে করা হচ্ছে এ হামলার মাধ্যমেই তার সূচনা করা হল।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ