নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আঠারো বছর হলেই সাবালক বলা যাবে। আইনের চোখে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার আর্জি বুধবার খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট।
গত বছর ডিসেম্বরে দিল্লিতে নির্ভয়া-গণধর্ষণের পর খুন ও ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য হওয়ার বয়স কমানোর জন্য আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী।
এ প্রসঙ্গে প্রধান বিচারপতি আলতামাস কবীরের একটি বেঞ্চ বুদধবার জানায়, বর্তমান আইনের ধারাগুলিকে সম্মান করা উচিত। তা পরিবর্তন করার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের এ রায়কে স্বাগত জানিয়ে আইনজীবী আমোদ কান্ত বলেন, ‘আদালতের সিদ্ধান্ত ঠিক। ভারতে ১৮ বছরের নীচে খুব কম ছেলেমেয়েই ধর্ষণ বা খুনের মতো কাণ্ড ঘটায়। ’
সম্প্রতি জুভেনাইল জাস্টিস বোর্ড জানিয়েছে, নির্ভয়া-গণধর্ষণে জড়িত নাবালকের বয়স ঘটনার সময় ১৭ বছর ৬ মাস ছিল। অপরাধ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ তিন বছর সংশোধনাগারে কাটাতে হবে। অথচ পুলিশের দাবি করেছে ছয় অভিযুক্তের মধ্যে সেই সবচেয়ে নৃশংস ছিল।
বাংলাদেশ সময়: ৯২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com