নয়াদিল্লি: ভারতের হজযাত্রীদের নিয়ে এ বছরের প্রথম ফ্লাইটটি সৌদি রওনা হবে আগামী ৭ সেপ্টেম্বর। কেন্দ্রীয় হজ কমিটির সূত্রে এ খবর পাওয়া গেছে।
এ প্রসঙ্গে রাজ্য হজ কমিটির সচিব মোতালেব আলি সরদার বলেন, ‘আমরা জেনেছি ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ৭ সেপ্টেম্বর সৌদির উদ্দেশ্যে রওনা দেবে। ’ এক প্রশ্নের উত্তরে সচিব জানান, গত বছরও প্রথম ফ্লাইটটি দমদম বিমানবন্দর থেকে ছেড়েছিল।
রাজ্য হজ কমিটির সদস্য এ কে এম ফারহাদ জানান, এ বছর হাজীদের সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। হজ হাউস থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত হজযাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য আলাদা একটি কমিটিও গঠিত হয়েছে। কলকাতা পুরসভার কমিশনারের অফিসে এ কমিটির বিশেষ সভায় হজযাত্রীদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
পুর কমিশনার তথা রাজ্য হজ কমিটির বিশেষ আধিকারিক খলিল আহমেদ সভার শেষে জানান, এ বছর হজযাত্রীরা যাতে সুসম্পন্নভাবে হজ সমাধা করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ২১ আগস্ট মহাকরণে মুখ্য সচিবের উপস্থিতিতে হজ নিয়ে বিশেষ বৈঠক ডাকা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com