ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শুক্রবার ফের বিক্ষোভের ডাক ব্রাদারহুডের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, জুলাই ১৯, ২০১৩
শুক্রবার ফের বিক্ষোভের ডাক ব্রাদারহুডের

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে স্বপদে বহাল করার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাবে মিশরের মুসলিম ব্রাদারহুড। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফের রাজধানী কায়রোতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

তবে ইতোমধ্যে বিরোধীদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে আলোচনায় বসার জন্য প্রথম বারের মতো ইচ্ছে দেখালো এক সময়ের নিষিদ্ধঘোষিত দল ব্রাদারহুড।

গত ৩ জুলাই গণবিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থানে মুরসির ক্ষমতাচ্যুতির পর প্রেসিডেন্টকে স্বপদে বহাল করতে মিশরজুড়ে বিক্ষোভ করে আসছে তার দল ব্রাদারহুড। বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষে এখন পর্যন্ত ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এ দিকে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বৃহস্পতিবার ফের বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।

দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বতীকালীন সরকার প্রধান আদলি মনসুরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ হাত থেকে তিনি দেশকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

ব্রাদারহুডের চলমান বিক্ষোভ থেকে বরাবরই সেনাসমর্থিত সরকারকে সমর্থন না করার ঘোষণা দেওয়া হচ্ছে। সেনা অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে দলটির বিবৃতিতে বলা হয়, ‘মিশরের প্রত্যেক স্বাধীন পুরুষ ও স্বাধীন নারী, রক্তাক্ত সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নামুন। ’

এ দিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সম্প্রতি অন্য রাজনীতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া ব্রাদারহুডের শীর্ষ নেতা জেহাদ এল হেদাদ জানিয়েছেন, তার দল মুরসিকে স্বপদে বহাল করার দাবি থেকে সরে আসবে না।

তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় মিশরের বিদ্যমান সংকট নিরসনে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান হেদাদ।

তিনি বলেন, ‘আমরা কখনোই আলোচনার দরজা বন্ধে করে দেব না। ’

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ