ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিক্ষিপ্ত অভিযানে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, জুলাই ১৯, ২০১৩
আফগানিস্তানে বিক্ষিপ্ত অভিযানে নিহত ৪০

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নিরাপত্ত‍া বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত ৩২ জঙ্গি নিহত হয়েছে। অপর দিকে জঙ্গিদের হামলায় ৮ আফগান শ্রমিক নিহত হয়েছে।



শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগান নিরাপত্তাবাহিনী ও ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী বাঘলান, কুন্দুজ, বালখ, লোগার, হেলমান্দ ও কান্দাহার প্রদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক অভিযান চালালে ২৬ তালেবান সদস্য নিহত ও ৫ জন আহত হয়। এছাড়া আরও ছ’জনকে আটক করা হয়।

দক্ষিণ কান্দাহার ও প্রতিবেশি হেলমান্দ প্রদেশে বোমা পেতে রাখার সময় নিজেদের বোমার আঘাতে নিহত হয়েছে আরও ৬ জন তালেবান সদস্য।

এ দিকে লোগার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন সামরিক ঘাঁটিতে কাজ করার সময় তালেবান হামলায় ৮ শ্রমিক নিহত হয়েছেন।

তবে এসব হতাহতের ঘটনার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি গত এক দশক ধরে দেশটিতে লড়াই করা তালেবানরা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ