ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে ৭৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জুলাই ১৯, ২০১৩
যুক্তরাজ্যে তীব্র তাপদাহে ৭৬০ জনের মৃত্যু

ঢাকা: যুক্তরাজ্যে তীব্র তাপদাহে গত নয় দিনে প্রায় ৭৬০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মাত্র চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেই চার নম্বর সতর্কতা জারি করা হবে দেশটিতে।

বৃহস্পতিবার টানা ষষ্ঠ দিনের মতো ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয় দেশটিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

লন্ডন স্কুল অব হাইজেইন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এক গবেষণা চালিয়ে জানিয়েছে, গত নয় দিনের তাপদাহে কেবল যুক্তরাজ্যে ৫৪০ থেকে ৭৬০ জন লোকের মৃত্যু হয়েছে। এই তাপমাত্রা যদি আগামী সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকে তবে মৃতের সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যেতে পারে পারে।

দেশটিতে বর্তমানে তিন নম্বর সতর্কতা জারি করে করে জনসাধারণকে নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য পরিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সকাল এগারটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সূর্য্যের আলো থেকে দূরে থাকতে, শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে, সুঁতি কাপড়ের হালকা ও ঢিলেঢালা জামা-কাপড় পরিধান করতে এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিলে চিকিৎসা সেবা গ্রহণ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করার জন্যও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, শীতপ্রবণ যুক্তরাজ্যে ২০০৬ সালে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ২০০৩ ‍সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ