ঢাকা: অ্যালকোহল পান পশ্চিমা দেশগুলোর সংস্কৃতির অংশ। পারিববারিক বা আনুষ্ঠানিক অনুষ্ঠানের ভোজের নিত্য সঙ্গী অ্যালকোহল জাতীয় পানীয়।
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, অ্যালকোহলজনিত কারণে ৩০ বা ৪০ বছর বয়সী নারীদের মৃত্যুর উদ্বেগজনক হারে বাড়ছে।
গ্লাসগো সেন্টার ফর পপুলেশন রিসার্চের গবেষকরা বলেছেন, সাধারণত ইংল্যান্ড ও স্কটল্যান্ডে অ্যালকোহলজনিত মৃত্যুর হার কমে গেছে। কিন্তু ১৯৭০ এর দশকে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে এ চিত্র ভিন্ন।
গবেষকরা বলেন, ‘আমরা যা পেয়েছে তা উদ্বেগজনক সংকেত। আগামী দশকগুলোতে অ্যালকোহল পানে যেন ট্র্যাজিডি না ঘটে সেজন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া জরুরি। ’
গবেষণার নেতৃত্বদানকারী দেবোরাহ শিপটন ও তার সহকারীরা দেখতে পেয়েছেন, কর্মক্ষম বয়সে ব্যক্তির মৃত্যুর হার ইউরোপের মধ্যে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বেশি। অকাল এ মৃত্যুর কারণ খুঁজতে ইংল্যান্ডের দুই শহর লিভারপুল ও ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ গবেষকরা। সুবিধাবঞ্চিত এ শহর দুটোতে গ্লাসগোর মতোই চিত্র পেয়েছেন তারা।
তিন শহরেই ৩০ থেকে ৪০ বছরের বয়সীদের মৃত্যুর সংখ্যা কমছে না, বরং বাড়ছে। গবেষকরা বলেন, ‘গ্লাসগো, ম্যানচেস্টার ও লিভারপুলে অল্প বয়স্ক নারীদের অ্যালকোহল সম্পর্কিত মৃত্যুর সাদৃশ্যের বিষয়টি ইংল্যান্ড ও স্কটল্যান্ডে স্বাস্থ্য নিয়ে উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে। ’
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য মতে, ২০১১ সালে অ্যালকোহলজনিত কারণে প্রায় ৩ হাজার নারী মারা গেছে।
মাদক ব্যবসার লাইসেন্সের শর্ত শিথিল আর গভীর রাতে অ্যালকোহল বিশেষ করে সস্তা দামের মদ পানের কারণকে নারীদের মৃত্যুতে ভূমিকা রাখছে বলে মন্তব্য গবেষকদের।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com