ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার একদিন পরেই জামিনে মুক্ত পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতাদর্শিক বিরোধী আলেক্সেই নাভালনি।
কিরোভের আঞ্চলিক আদালত শুক্রবার লাভালনির জামিন আবেদনের শুনানিতে জানান, তাকে আটক রাখার বিষয়টি সেপ্টেম্বরে মস্কোর মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে।
বৃহস্পতিবার আদালতে কিরোভের গর্ভনর নিকিতা বেলিখের উপদেষ্টা থাকার সময় একটি কোম্পানির কাছে কাঠ বিক্রি করে ৫০ লাখ মার্কিন ডলার আত্মসাৎ করার মামলায় দোষীসাব্যস্ত হন নাভালনি। তিন ঘণ্টাব্যাপী রায় পড়ার পর তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়।
রায়ের বিরুদ্ধে নাভালনির সমর্থকর বিক্ষোভ করেছে। তারা একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হচ্ছেন নাভালনি। ৮ সেপ্টেম্বর মস্কোর মেয়র নির্বাচনে লড়াই করার কথা রয়েছে তার। জামিনে মুক্তি পাওয়ায় এখনও নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com