ঢাকা: সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছয় জন নিহত হওয়ার জের ধরে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিক্ষোভ ও যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে পুরো কাশ্মীর উপত্যকায় এবং রামবান জেলায় কারফিউ জারি করা হয়েছে।
অন্য দিকে বিএসএফের এ হামলার প্রতিবাদে শুক্রবার থেকে তিন দিনের লাগাতার বনধ (হরতাল) ডেকেছে বিচ্ছিন্নতাবাদীরা। ইতোমধ্যে রাজধানী শ্রীনগর ও জম্মুর মাঝে মহাসড়কে বিক্ষোভে যোগ দিয়েছেন শতো শতো মানুষ। জম্মুর সঙ্গে সংযোগকারী ব্যস্ততম বানিহল সুড়ঙ্গও বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।
সংবাদ মাধ্যম জানায়, রমজানে উচ্চস্বরে নামাজ পড়ার কারণে অসুবিধা হচ্ছে দাবি করে বুধবার রাতে স্থানীয় একটি মসজিদে অভিযোগ করতে যান রামবান জেলার বিএসএফ। বিএসএফের এ ধরনের অনাকাঙ্ক্ষিত আপত্তির প্রতিবাদ জানালে তারা ধর্মীয় নেতাদের নিগ্রহ করেন বলে দাবি করেন মুসল্লিরা।
প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রামবান জেলার বিএসএফের ক্যাম্পের বাইরে বিক্ষোভ করতে থাকেন মুসল্লিরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে বিএসএফ। গুলিতে ৬ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও অন্তত ২৫ জন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার সিনধে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তে দায়িত্বজ্ঞানহীন গুলি চালানোর ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত জওয়ানদের কঠোর শাস্তি দেওয়া হবে।
এ হামলার নিন্দা জানিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। ’
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com