নয়াদিল্লি: নিজের জন্মদিনেই অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি আলতামাস কবির। ১৮ জুলাই তার মেয়াদের শেষ দিন ছিল।
আলতামাস কবির এই সর্বোচ্চ পদে থাকাকালীন সময় মানবাধিকার এবং নির্বাচন সংক্রান্ত বহু ঐতিহাসিক রায় প্রদান করেন। আলতামাস কবিরের জন্ম কলকাতায়, দেশভাগের ঠিক পরের বছর ১৯৪৮ সালের ১৯ জুলাই।
তিনি প্রয়াত প্রখ্যাত শিক্ষাবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী হুমায়ুন কবিরের ভ্রাতুষ্পুত্র। তার বাবা জাহাঙ্গীর কবির ছিলেন পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন ও যুক্তফ্রন্টের অজয় মুখোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী।
প্রেসিডেন্সি কলেজের এই সাবেকী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পর আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে কলকাতা জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় তার হাতেখড়ি হয়। ১৯৯০ সালে ৬ আগস্ট তিনি কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে যোগ দেন ২০০৫ সালের ১ মার্চ। এর প্রায় ৬ মাস পর ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন তিনি।
প্রায় সাত বছর সুপ্রিম কোর্টের বিচারপতির পদে আসীন থাকার পর ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর তিনি প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি পদের জন্য শপথ বাক্য পাঠ করান আর এক বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
এসপি/সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর