ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের প্রধান বিচারপতি সাথাসিভাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জুলাই ১৯, ২০১৩
ভারতের প্রধান বিচারপতি সাথাসিভাম

ঢাকা: ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি পি সাথাসিভাম। শুক্রবার আলতামাশ কবিরের উত্তরসূরি হিসেবে ৬৪ বছর বয়সী সাথাভিভামকে শপথ পাঠ করান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

২০১৪ সালের ২৬ এপ্রিল পর্যন্ত ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি।

পি সাথাসিভামের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

ভারতের ৪০ তম প্রধান বিচারপতি সাথাসিভাম ১৯৪৯ সালের ২৭ এপ্রিল জন্মগ্রহণ করেন। তামিলনাড়ু রাজ্যের এরোদি জেলার সন্তান সাথাসিভাম ১৯৭৩ সালে ওকালতি পেশায় নিজেকে জড়ান। পরিবারের প্রথম স্নাতক ডিগ্রীধারী সাথাসিভাম।

উল্লেখ্য, ১৮ জুলাই ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন আলতামাশ কবির।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ