ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথি আসছে আজ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুলাই ১৯, ২০১৩
ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথি আসছে আজ!

ঢাকা: সংবাদ মাধ্যমগুলোতে জোর দিয়ে বলা হয়েছিল গত ১৩ জুলাই ব্রিটেনের রাজপরিবারের নতুন উত্তরসূরীর আগমনের শুভ সংবাদ পাবে বিশ্ব। কিন্তু মিডিয়ার সে জোর দাবি ভুল প্রমাণ হয়েছে।

তবে, রাজপরিবারের একজন ঘনিষ্ঠ স্বাস্থ্য সেবক বলছেন, শুক্রবারই নতুন অতিথি ‍আগমনের সংবাদ পাবে ব্রিটিশ রাজপরিবার!

ডাচেস অব ক্যামব্রিজ খ্যাত ব্রিটিশ রাজবধূ কেট মিডটলন বর্তমানে সেন্ট মেরি’স হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখানেই নতুন অতিথিকে পৃথিবীর মুখ দেখাবেন তিনি। এই হাসপাতালে’র একজন মেডিকেল স্টাফ’র উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ‘১৩ জুলাই নয়, আজই (শুক্রবার) সন্তান জন্ম দেবেন কেট। ’

আর যদি নতুন অতিথি পৃথিবীতে আসতে স্বাভাবিক সময়ের চেয়ে দু’সপ্তাহ দেরি করেন তবে সেজন্য বিশ্ববাসীকে ২ আগস্ট পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে বলে জানায় সূত্রটি।

এর ‍আগে রাজকীয় কেনসিংটন প্যালেস জানিয়েছিল, নতুন অতিথি ‘মধ্য জুলাইয়ে’ আগমন করতে পারেন পৃথিবীতে। সে হিসেবে রাজপ্রাসাদের দেওয়া তারিখও অতিক্রম করে ফেলেছেন তিনি।

বৃহস্পতিবার একটি ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানায়, ‘সেন্ট মেরি’স এর কয়েকজন স্টাফ জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সন্তান জন্মদানের একমাস পূর্ব থেকে কোনো ধরনের অ্যালকোহল জাতীয় পানীয় পান করতে দেওয়া হচ্ছে না কেটকে।

ওই স্টাফরা জানান, রাজবধূকে গত ১৯ ‍জুন থেকে অ্যালকোহল জাতীয় পানীয় পান করতে দেওয়া হচ্ছে না, সেহেতু আজই শুভ সংবাদ পেতে পারে বিশ্ব!

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ