ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জোখারের রক্তাক্ত ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুলাই ১৯, ২০১৩
জোখারের রক্তাক্ত ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকা: রোলিং স্টোনের প্রচ্ছদে স্থান পাবার পর বোস্টন ম্যারাথানে বোমা  হামলার সন্দেহভাজন জোখার সারনায়েভের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশ অনলাইনে রক্তাক্ত ছবিগুলো প্রকাশ করেছে।

রোলিং স্টোন ম্যাগাজিনে ছবিতে উষ্কখুষ্ক চুল আর শান্তচিত্তের জোখার দেখতে পাওয়া ‍যায়।

পুলিশের প্রকাশিত একটি ছবিতে জোখারকে যে নৌকা থেকে আটক করা হয়েছিল সেখানে দেখতে পাওয়া যায়। তার মাথা ও মুখমণ্ডল দিয়ে ঝড়ে পড়ছে রক্ত।

আরেকটি ছবিতে দেখা যায়, মাথা নিচু করে ডান হাত দিয়ে শার্টের একটি অংশ সামনে থেকে উপরে তুলে ধরে রেখেছে সে। নিজের কাছে অস্ত্র নেই-পুলিশকে এটি বোঝাতে শার্ট উপরে তোলে জোখার।

ছবিগুলো তুলেছিলেন ম্যাসাচুসেটসের পুলিশের সার্জেন্ট সিন মারফি। বোস্টন ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত ওইসব ছবির সঙ্গে তার মন্তব্য, ১৫ এপ্রিলের বোমা হামলায় বেঁচে যাওয়ারদের প্রতি ‘অপমানজনক’ ও ‘বেদনাদায়ক’ রোলিং স্টোনের প্রচ্ছদ।

মারফি বলেন, ‘সে অশুভ। এ হচ্ছে বোস্টনে সত্যিকার বোমাহামলাকারী। ’

প্রচ্ছদে ১৯ বছর বয়সী জোখারের ছবি ছাপানোয়  রোলিং স্টোন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক শহরে রোলিং স্টোন বিক্রি সাময়িক বন্ধ  ঘোষণা করেছে দোকানদাররা।

জোখারের বেড়ে ওঠা ও জঙ্গিবাদে সংশ্লিষ্ট হওয়ার বিস্তারিত বিবরণ রয়েছে মার্কিন ওই সাময়িকীর অনুসন্ধানী প্রতিবেদনে।

১৫ এপ্রিলে বোস্টনে ম্যারাথন চলাকালে জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়। হামলার কয়েকদিন পরে অভিযান চালিয়েছে জোখার সারনায়েভকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে গ্রেফতার করে পুলিশ। জোখারের গ্রেফতারের আগে হামলার মূল সন্দেহভাজন জোখারের ভাই তামেরলান পুলিশি অভিযানে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ