ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাগদাদে বোমা হামলায় নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, জুলাই ২১, ২০১৩
বাগদাদে বোমা হামলায় নিহত ৬৫

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের কয়েকটি শহরতলীতে দফায় দফায় বোমা বিস্ফোরণে ৬৫ জন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দুইশ’ ব্যক্তি।



একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পবিত্র রমজানের ইফতারির সময় রাজধানী শহর, রাজধানীর দক্ষিণের মাদাইন শহরতলীতে ১২টি গাড়িতে পেতে রাখা বোমা এবং রাস্তায় পেতে রাখা বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়।

এসব হামলায় দায় স্বীকার করেনি কেউ।

সংবাদ মাধম্যগুলো বলছে, গত ১০ জুন সিরিজ বোমা হামলায় ৭৮ জন নিহত হওয়ার পর শনিবারই বহুসংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটলো।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ২০০৮ সালের পর এ ধরনের ভয়াবহ হামলা বেড়ে যায়। কেবল এই মাসেই (জুলাই) এ ধরনের বোমা হামলায় ৫২০ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ