ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৬.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জুলাই ২১, ২০১৩
নিউজিল্যান্ডে ৬.৫ মাত্রার ভূমিকম্প

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ডে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া কোনো পর্যায়ের সুনামি সতর্কতাও জারি করেনি প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার আন্তর্জাতিক সময় সকাল ১০ টা ৩৯ মিনিটে ওয়েলিংটনের ৫৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের ১৪ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

তবে ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির তীব্রতা ৬.৯ মাত্রার ছিল বলে জানিয়েছিল।

এই ভূমিকম্পটি আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগেই ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। আবার তারও মাত্র ১০ ঘণ্টা আগে একই অঞ্চলে ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

নিউজিল্যান্ডের ভূতাত্ত্বিক সংস্থা জিওনেট জানিয়েছে, কেবল রোববারেই মাঝারি ও তীব্র মাত্রার ডজনখানেক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে সর্বশেষ আঘাত হানা ৬.৫ মাত্রার ভূমিকম্পটির তীব্রতা অনেক বেশি ছিল।

নেলসনের সাউথ আইসল্যান্ডের বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান, প্রায় ৩০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল ভূমিকম্পটি। মনে হচ্ছিল তীব্রভাবে কেউ পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ