ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

খাবারে কীটনাশকই কেড়ে নেয় ২৩ শিশুর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জুলাই ২১, ২০১৩
খাবারে কীটনাশকই কেড়ে নেয় ২৩ শিশুর প্রাণ

ঢাকা: অর্গানো ফসফোরাস নামক কীটনাশক মেশানো খাবার খাওয়ানোর কারণেই বিহারের চাপরা স্কুলের ২৩ শিশুর অকালে প্রাণ ঝরেছে।

ফরেনসিক তদন্ত শেষে রোববার পাটনা পুলিশের অতিরিক্ত পরিচালক (এডিজি) রবীন্দ্র কুমার এ তথ্যই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।



প্রসঙ্গত, গত মঙ্গলবার বিহারের চাপড়া স্কুলে দুপুরের খাবার খেয়ে প্রাণ হারায় ২৩ শিশু। অসুস্থ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অর্ধশতাধিক শিশু।

এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষিকা ও তার স্বামী পলাতক রয়েছেন।

পাটনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই ঘটনায় অসুস্থ শিশুরা ক্রমশ সুস্থতা লাভ করছে।

কেবল বিহার নয়, সম্প্রতি তামিলনাড়ু এবং সর্বশেষ শনিবার ছত্তিশগড়ে ৩৫ শিশু অসুস্থ হওয়ার ঘটনায় স্কুলগুলোর দুপুরের খাবার ব্যবস্থাপনাকেই প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে।

সরকারের দাবি, পরীক্ষা না করে এসব কীটনাশকযুক্ত খাবার ক্রয়ের জন্য অবশ্যই স্কুলের শিক্ষকরা দায়ী।

তবে, এসব ঘটনার পর থেকে অভিভাবকরা স্কুলের দুপুরের খাবারের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। এ ব্যাপারে প্রশাসনের নতুন করে ভাবার সময় এসেছে বলেও মনে করছেন কেউ কেউ।

উল্লেখ্য, প্রায়ই ভারতের বিভিন্ন বিদ্যালয়ে নিম্নমানের খাবার ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠে। বিশ্বের সবচেয়ে বড় এই খাদ্যে কর্মসূচির অধীনে দেশটিতে প্রায় ১২ কোটি শিশু অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ