ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আলোচনার আহ্বান প্রত্যাখ্যান ব্রাদারহুডের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জুলাই ২১, ২০১৩
আলোচনার আহ্বান প্রত্যাখ্যান ব্রাদারহুডের

ঢাকা: মিশরে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হাজেম এল বেবলায়ির পক্ষ থেকে জানানো আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

রোববার ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ এল হেদাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ কথা জানিয়েছে।



শনিবার রাষ্ট্রিয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেবলায়ি বলেন, ‘এখন আমাদের ঐক্য দরকার, বিভাজন চলতে পারে না। ’

জবাবে ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হয়, সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মুরসিকে স্বপদে বহাল না করা পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসবে না তারা।

এছাড়া বেবলায়ি সেনাসমর্থিত সরকারের প্রতিনিধিত্ব করছেন বলেও অভিযোগ করে ব্রাদারহুড।

বেবলায়ির আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ এল হেদাদ বলেন, ‘অভ্যুত্থানবিরোধীদের দিকে বন্দুকের নল তাক করা অবস্থায় কোনো আলোচনা হতে পারে না। ’

উল্লেখ্য, গত ৩ জুন সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। বামপন্থি, ধর্মনিরপেক্ষ এবং বেশ কিছু উদারপন্থি ইসলামী দল মুরসির ক্ষমতাচ্যুতিকে স্বাগত জানালেও এক সময়ের নিষিদ্ধঘোষিত ব্রাদারহুড এই অভ্যুত্থান প্রত্যাখ্যান করে রাজপথে নামে।

মুরসির ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে মিশরজুড়ে সহিংসতায় এ পর্যন্ত ৯০ জনের বেশি লোক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ