ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলম্বিয়ায় গেরিলা হামলায় ২১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, জুলাই ২১, ২০১৩
কলম্বিয়ায় গেরিলা হামলায় ২১ সেনা নিহত

ঢাকা: ভেনিজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ান সেনাবাহিনীর একটি গোপন ঘাঁটিতে (অ্যামবুশ) দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৭ জন সেনা সদস্য নিহত হয়েছে।

তবে বিচ্ছিন্নতাবাদী রেভুলেশনারি আর্মড গ্রুপ অব কলম্বিয়া (ফার্ক) নাকি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনও কিছু জান‍া যায়নি।



দেশটির পূর্বাঞ্চলের এই এলাকাগুলোতে বিচ্ছিন্নতাবাদী এই দু’টি সংগঠনেরই কার্যক্রম রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

অন্য দিকে, দেশটির দক্ষিণাঞ্চলে ফার্ক গেরিলাদের সঙ্গে সংঘর্ষে আরও অন্তত চারজন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া, বেশ কয়েকজন গেরিলা যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে সেনা কর্তৃপক্ষ।

তবে পাঁচ দশকের সংঘাত নিরসনে সম্প্রতি কিউবায় সংলাপে বসেছে কলম্বিয়া সরকার ও ফার্ক গেরিলারা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ