ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেলজিয়ামের রাজার অব্যাহতি, সিংহাসনে পুত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, জুলাই ২১, ২০১৩
বেলজিয়ামের রাজার অব্যাহতি, সিংহাসনে পুত্র

ঢাকা: আনুষ্ঠানিকভাবে পুত্র ক্রাউন প্রিন্স ফিলিপের কাছে সিংহাসন হস্তান্তর করে অব্যাহতি নিয়েছেন বেলজিয়ামের রাজা আলবার্ট দ্বিতীয়।

রোববার রাজধানী ব্রাসেলসে সিংহাসন হস্তান্তর ও অব্যাহতি গ্রহণ অনুষ্ঠানে নিজের দেওয়া শেষ ভাষণে ৫৩ বছর বয়সী সন্তান ও নব-মনোনীত রাজা ফিলিপকে সমর্থন দিতে দেশবাসীর প্রতি ‍আহবান জানান আলবার্ট।



এ সময় ইউরোপের প্রেরণার উৎস হয়ে থাকতে বেলজিয়ামের জন্য শুভ কামনাও করেন ৭৯ বছর বয়সী সদ্য অব্যাহতি নেওয়া রাজা।

আলবার্ট তার শেষ ভাষণে জোর দিয়ে বলেন, ‘আমি সবসময় চেয়েছি ফ্লেমিশভাষী উত্তরাঞ্চল ও ফরাসি দক্ষিণাঞ্চলের মধ্যে বিভক্তি না থাকুক। ’

তবে যেকোনো ধরনের সংকট-বিভক্তি কাটিয়ে বেলজিয়াম এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাজা আলবার্ট।

এর আগে চলতি মাসের শুরুতে নিজের অবসরের ইঙ্গিত দিয়ে আলবার্ট জানিয়েছিলেন, রাজশাসন পরিচালনায় তার শারীরিক অবস্থা যথেষ্ট সন্তোষজনক নয়।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির জাতীয় দিবসে প্রায় ২০ বছর পর অব্যাহতি নিলেন আলবার্ট।

অন্য দিকে, আলবার্টের অব্যাহতির পরই দেশটির সপ্তম রাজা হিসেবে ন্যাশনাল পার্লামেন্টে  শপথ গ্রহণ করেছেন অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পড়ুয়া বিমান বাহিনীর পাইলট প্রিন্স ফিলিপ।

সাংবিধানিক রাজশাসনের দেশ বেলজিয়ামে রাজা কেবল আনুষ্ঠানিক ভূমিকাই পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ