আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এ কর্মসূচি পালন করতে গিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্ব ত্রিপুরায় তৃণমূল সরকার প্রতিষ্ঠার আশ্বাস দেন।
রোববার আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে দলীয় কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শুরুর আগে দলের রাজ্য কমিটির চেয়ারম্যান অরুণ চন্দ্র ভৌমিক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সেখানে তিনি এ দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন। ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্য সরকার গঠনের আশ্বাস দেন। উল্লেখ্য, গত কয়েক মাস আগে ত্রিপুরার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস।
১৯৯০ সালের ২১ জুলাই কলকাতায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যনার্জী। সেই অভিযান শেষ পর্যন্ত জঙ্গি রূপ নেয়। পুলিশের গুলিতে নিহত হয় ১৩ জন। সেসময় থেকে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে কংগ্রেস। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসও শহীদ দিবস পালন শুরু করে।
এবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন থাকায় তৃণমূল কংগ্রেস তাদের শহীদ দিবস পালনের কর্মসূচি একমাস পিছিয়ে দিয়েছে। কিন্তু ত্রিপুরায় দলটি এদিনই পালন করলো সব কর্মসূচি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর