ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেল জাপানে ক্ষমতাসীনরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, জুলাই ২১, ২০১৩
উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেল জাপানে ক্ষমতাসীনরা

ঢাকা: জাপানে নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের দল ডেমোক্র্যাটিক পার্টি উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

সম্প্রতি শেষ হওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর ভোটারদের মতামত নির্বাচনে (এক্সজিট পুল) এই তথ্য উঠে এসেছে।

আগামি সোমবার পর্যন্ত অফিসিয়াল ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

ছয় বছরের মধ্যে এই প্রথমবারের মতো জাপানের পার্লামেন্টের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এর ফলে যেকোন সিদ্ধান্তে গ্রহনে একচ্ছত্র ক্ষমতা পেল দলটি। এই ফলাফলকে আস্থা ভোট হিসেবে দেখা হচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কোমিটোর সঙ্গে জোটবদ্ধ  আবের সরকার ১২১টি আসনের মধ্যে কমপক্ষে ৭১টি আসন পেতে যাচ্ছেন।

ওই জরিপ ফলাফলে বলা হয়, উচ্চকক্ষের ২৪২ আসনের মধ্যে ১৩০টি আসনের জয়ী হতে যাচ্ছে দলটি। গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ২৪২ আসনের মধ্যে ১২১ আসনের নির্বাচন হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ১২২ আসন প্রয়োজন।

প্রেসিডেন্ট আবের সরকার জাপানের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, এই নির্বাচনে জয়লাভের সম্ভাবনার মধ্যে তা বাস্তবায়নের পথ প্রশস্ত হলো।

এক্সজিট পুলের তথ্য উপর ভিত্তি করে দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে এই ভবিষ্যৎবাণী করে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ