ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাতটা ৪৫ মিনিটের দিকে মিন ও জ্যাং কাউন্টি সীমান্তে চাবু প্রদেশের ১৩ কিলোমিটার পূর্বে ভূ-পৃষ্ঠের ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯ মাত্রা।
তবে ভূমিকম্পটির তীব্রতা ৬ দশমিক ৬ মাত্রার ছিল বলে দাবি করেছে গাংসু প্রদেশের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
চীনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পের ফলে এ অঞ্চলের ২০ হাজারের বেশি বাড়ি-ঘর ধসে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে টেলিযোগাযোগ ব্যবস্থা, অনেক এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।
এছাড়া, দক্ষিণাঞ্চলের সঙ্গে প্রাদেশিক রাজধানী লানজৌ প্রদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং সম্প্রতি প্রদেশটিতে ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
তবু বেসামরিক অধিদপ্তর, যোগাযোগ ও ভূমিকম্প অধিদপ্তর, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
উল্লেখ্য, ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯০ হাজার মানুষ নিহত হয়।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর