ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঢাকা-আগরতলার মধ্যে বিমান যোগাযোগ চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জুলাই ২২, ২০১৩
ঢাকা-আগরতলার মধ্যে বিমান যোগাযোগ চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা (ত্রিপুরা): আগরতলা-ঢাকা রুটে সরাসরি বিমান যোগাযোগের দাবি জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভারতের কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংয়ের সঙ্গে দেখা করে এ দাবি তুলে ধরেন তিনি।

এ ব্যাপারে শিগগির সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অজিত সিং।

শুধু বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগর দাবিই করেন নি মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি দাবি জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আগরতলা বিমান বন্দরের যোগাযোগ সাধনেরও। যাতে আগরতলা থেকে ঢাকা এবং আশেপাশের বিভিন্ন দেশে উড়ে যায় বিমান। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন, এতে উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে অন্য দেশের সম্পর্ক এবং বাণিজ্য বৃদ্ধি পাবে।

রাজ্যের খোয়াই, কমলপুর এবং কৈলাসহর বিমান বন্দরকে আধুনিক ও চালু করার দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখমন্ত্রী।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ তিনটি বিমানবন্দর নির্মাণ করেছিল ব্রিটিশরা। পরবর্তী সময়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এগুলো আবার সংস্কার করা হয়।

সেসময় ভারতীয় বিমান বাহিনী এগুলোকে ব্যবহার করেছিল
বিমান বন্দর তিনটির অবস্থান বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বিমান বন্দরগুলোতে ছোট বিমান নামত। রাজ্যের ভেতর বিমান পরিষেবা প্রদানের জন্য ব্যবহার করা হত এই বিমান বন্দরগুলো।

কিন্তু কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার এই বিমান বন্দরগুলো বন্ধ করে দেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিমান বন্দরগুলো ফের চালু করার দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরেই।

আগরতলা বিমান বন্দরটি এখন উত্তর পুরবাঞ্চলের মধ্যে দ্বিতীয় ব্যস্ততম বিমান বন্দর। প্রতিদিন এই বিমান বন্দর থেকে ২২ টি বিমান ওঠা নামা করে। এবং এই বিমান বন্দর থেকে ওঠা নামা করেন প্রতি দিন প্রায় ২ হাজার ৭শ যাত্রী।

আগরতলা বিমান বন্দরটিকে উন্নত করার জন্য এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথাও জানান মানিক সরকার। আগামী কিছু দিনের মধ্যে সেকাজ শুরু করার কথাও রয়েছে।

তিনি জানিয়েছেন, ঢাকা এবং আগরতলার মধ্যে যোগাযোগ এখন ভালো। প্রচুর মানুষ প্রতি দিন আসা যাওয়া করছেন।

এই অবস্থায় এই বিমান বন্দরটিকে আন্তর্জাতিক বন্দর হিসাবে ঘোষণা করলে এই অঞ্চলের মানুষরা উপকৃত হবেন। তারা বিমান যোগে আগরতলা থেকে ঢাকা এবং চট্টগ্রাম আসা যাওয়া করতে পারবেন। তাছাড়া আগরতলা বিমান বন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলের অন্য দেশের সাথেও যোগাযোগ গড়ে তোলা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
তন্ময়/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ