ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহানায়ক পুরস্কার পাচ্ছেন তাপস পাল ও প্রসেজিৎ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, জুলাই ২২, ২০১৩
মহানায়ক পুরস্কার পাচ্ছেন তাপস পাল ও প্রসেজিৎ

কলকাতা: মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসেই তাকে শ্রদ্ধা জানিয়ে মহানায়ক পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার।

বুধবার নজরুল মঞ্চে এ পুরস্কার দেওয়া হবে।

১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হন এই কিংবদন্তি নায়ক।

সোমবার পুরস্কার প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। এবছর মহানায়ক পুরস্কার পেতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাপস পাল। লাইফ টাইম পুরস্কার পাচ্ছেন অভিনেতা রঞ্জিত মল্লিক, দীপঙ্কর যে, অভিনেত্রী সন্ধ্যা রায় ও মাধবী মুখোপাধ্যায়।

পরিচালকদের মধ্যে এ পুরস্কার পাচ্ছেন গৌতম ঘোষ। বিশেষ পুরস্কার পেতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এছাড়া নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের উৎসাহ দিতে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তালিকায় অভিনেতাদের মধ্যে রয়েছেন জিৎ, দেব, যীশু সেনগুপ্ত ও সোহম চট্টোপাধ্যায়। অভিনেত্রীদের মধ্যে এ তালিকায় স্থান পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, কোয়েল মল্লিকসহ কয়েকজন।

বর্ষীয়ান দুই অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়কেও পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ওই সময় দু’জনেই কলকাতার বাইরে থাকায় তা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ