ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জেলে হতাশায় ভুগছেন সঞ্জয়

স্টাফ করসেপন্ডন্টে, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুলাই ২২, ২০১৩
জেলে হতাশায় ভুগছেন সঞ্জয়

নয়াদিল্লি: জেলের বন্দিজীবন এখনও মেনে নিতে পারছেন না বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। চরম হতাশায় ভুগছেন তিনি।

এমনই জানিয়েছে পুনের ইয়েরাওয়াদা জেল কর্তৃপক্ষ।

সঞ্জয়ের মানসিক অবসাদ এতটাই মারাক্তক হয়ে উঠেছে যে, দফায় দফায় তার চিকিৎসা করছেন চিকিৎসকেরা। ভারতের হাই প্রোফাইল বন্দিদের মধ্যে অন্যতম সঞ্জয় দত্ত। তাই বিশেষ নিরাপত্তা বেষ্টনীতেই মোড়া রয়েছেন তিনি।

এমন কি চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হচ্ছে না। জেলের ভেতরেই চলছে তার চিকিৎসা। মানসিক অবসাদের কারণে উচ্চ রক্তচাপে ভুগছেন।

বন্দিজীবনে দু’মাসেই হাঁফিয়ে উঠেছেন সঞ্জয়, এমনটা জানাচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিনই তার ভাগে কোনো না কোনো কাজ থাকে। যেমন, টুপি সেলাই, কাগজের ঠোঙা তৈরি ইত্যাদি। পরিবর্তে প্রতিদিন ২৫ টাকা করে আয় করছেন মুন্নাভাই।

কয়েদি জীবন কাটাতে চরম মানসিক লড়াই চালাচ্ছেন সঞ্জয়। ৪২ মাসের আসন্ন বন্দি জীবনের দু’মাস কাটিয়েছেন তিনি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই অবসাদ গ্রাস করছে সঞ্জয়কে। কড়া পুলিশি প্রহার মধ্যে এখন দম বন্ধের জীবন তার।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ