ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে কারাগারে হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জুলাই ২২, ২০১৩
ইরাকে কারাগারে হামলায় নিহত ৪১

ঢাকা: ইরাকের কুখ্যাত আবু গারিবসহ দু’টি কারাগারে জঙ্গিদের হামলায় অন্তত ৪১ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।



সোমবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আসামীদের ছিনিয়ে নিতে রোববার রাতে বাগদাদের উত্তরে তাজি কারাগার এবং পশ্চিমে আবু গারিব কারাগারে এ হামলা চালানো হয়। এ সময় কারারক্ষী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রায় ১০ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের সময় ৭ জন বন্দি পালিয়ে যায়, পরে তাদের ফের গ্রেফতার করা হয়। অন্য দিকে কয়েক হাজার বন্দি মুক্ত হয়ে গেছে বলে ইন্টারনেট বার্তায় দাবি করেছে জঙ্গিরা।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ২১ সদস্য নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

তবে কারাগারে হামলাকারী কত জন জঙ্গি নিহত ও কত জন আহত হয়েছে অথবা কতজনকে আটক করা হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার রাত সাড়ে ন’টার দিকে মর্টারের গুলি ছুঁড়ে প্রথমে হামলা চালায় জঙ্গিরা। তারপর কারাগারের প্রবেশ পথে কয়েকটি গাড়ি বোমা ও রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত সোমবার সকালে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ