নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচনের আগে গরিব ভোটারদের মন পেতে মরিয়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাই খাদ্য সুরক্ষা অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস শাসিত রাজ্যের পরে অ-কংগ্রেসি রাজ্য প্রদেশ নেতৃত্বদের নিয়ে বৈঠক সারলেন সোনিয়া।
খাদ্য সুরক্ষা অর্ডিন্যান্স নিয়ে দলকে ঝাঁপিয়ে পড়তে বলছেন তিনি। দলের রাজ্য সংগঠনগুলিকে খাদ্য সুরক্ষা অর্ডিন্যান্স ও তার উপকার সম্পর্কে অবগত করতে ইতিমধ্যেই কর্মশালা করেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)। কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন সোনিয়া।
একইভাবে যেসব রাজ্যে কংগ্রেসের সরকার নেই, সেসব রাজ্যের নেতাদের শনিবার ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ ও খাদ্যমন্ত্রী কে ভি থমাস প্রমুখ।
আকবর রোডে এআইসিসি’র সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও দিল্লিতে উপস্থিত ছিলেন । এছাড়া রাজ্য থেকে ছিলেন শুভঙ্কর সরকার এবং মইনুল হক।
খাদ্য সুরক্ষাকেই আগামী লোকসভা নির্বাচনে তুরুপের তাস হিসাবে কাজে লাগাতে চাইছে কংগ্রেস। তাই আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সংসদের বাদল অধিবেশনের আগেই বিষয়টি রাজ্যে রাজ্যে মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার জোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঠিক হয়েছে দিল্লি থেকে কংগ্রেসের নেতারা প্রতিটি রাজ্যে গিয়ে কর্মশালা পরিচালনা করবেন। অ-কংগ্রেসি রাজ্য সরকারগুলি অর্ডিন্যান্স নিয়ে গড়িমসি করলে রাজ্যের বাসিন্দারাই যাতে সরকারকে চাপ দেয় তার জন্য দল ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com