ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মান্নাতে শাহরুখ-গৌরীর ইফতার পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, জুলাই ২৭, ২০১৩
মান্নাতে শাহরুখ-গৌরীর ইফতার পার্টি

নয়াদিল্লি: অভিনয়ের বাইরে এবার এক অন্য ভূমিকায় কিং খান। খুব তাড়াতাড়িই বান্দ্রায় নিজের বাড়ি ‘মান্নাত’-এ ইফতার পার্টি দিচ্ছেন শাহরুখ-গৌরী।



শাহরুখ জানিয়েছেন, তার জীবনে অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে। অনেক সুন্দর স্মৃতি রয়েছে। সেগুলি তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে চান। ধর্মীয় অনুশাসন মেনে এ ইফতার পার্টি করা হবে বলে জানান তিনি।

ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। শাহরুখ চান সবাই তার ইফতার পার্টিতে আসুক। এর আগে ২০১১ সালে ঈদে পার্টি দিয়েছিলেন শাহরুখ। তবে গত বছর লাদাখে ‘যাব তাক হ্যায় জান’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় ঈদ পার্টি দিতে পারেননি কিং খান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।