নয়াদিল্লি : ভারতে লোকসভা ভোটের আর বেশি বাকি নেই। ক্ষমতা ধরে রাখতে, আর ফের ক্ষমতায় যেতে দু’পক্ষই মরিয়া।
একটি বেসরকারি টিভি চ্যানেলের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আগামী লোকসভা ভোটে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সরকার গঠন করতে হলে গতবারের মতো এবারেও সমর্থন নিতে হবে অন্যান্য দলের। শুধুই নয়, আঞ্চলিক দলের প্রাপ্ত ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সমীক্ষাটি যৌথভাবে করেছে সিএনএন-আইবিএন, সিডিএস এবং দ্য হিন্দু।
সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যদি এই জুলাই মাসে ভোট হয় তাহলে ইউপিএ নেতৃত্বাধীন জোট সরকারের নিশ্চিত ভরাডুবি। তুলনামূলকভাবে ভাল ফল করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির। আশাব্যঞ্জক ফল করবে বিএসপি এবং বামেরাও।
ইউপিএ জোট পাবে ১৪৯/১৫৭ টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের পক্ষে যাবে ১৭২/১৮০ আসন। মায়াবতীর বিএসপি পাবে ১৫ থেকে ১৯টি এবং বামেরা পাবে ২২ থেকে ২৮টি আসন।
মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি পাবে ১৭ থেকে ২১টি আসন। অন্যান্য আঞ্চলিক দলের আসন সংখ্যা হবে এনডিএ’র প্রাপ্ত আসনের প্রায় কাছাকাছি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, তারা পাবে ১৪৭/১৫৫টি আসন।
আগামী লোকসভা ভোটে কংগ্রেস ভাল ফল করতে পারছে না এমনটাই বলছে সিএনএন-আইবিএন, সিডিএস এবং দ্য হিন্দু’র সমীক্ষা। কংগ্রেস এককভাবে পেতে পারে মেরে-কেটে ১৩০ থেকে ১৩৯টি আসন। তুলনামূলকভাবে বিজেপির ফল হবে ভালই। তারা পেতে পারে দেড়শো’র বেশি আসন। সমীক্ষার রিপোর্ট বলছে, বিজেপি এককভাবে পেতে পারে ১৫৬/১৬৪ টি।
তাদের শরিকদল ১৩/১৯টি আসন দখল করবে। আগামী লোকসভা ভোটে যে সব আঞ্চলিক দল সরকার গঠনে গুরত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সমীক্ষা জানিয়েছে, তারা হল তৃণমূল কংগ্রেস, এআইএডিএমকে, নীতীশ কুমারের জনতা দল (ইউ), বিজু জনতা দল, ওয়াই এস আর কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, তেলেগু দেশম পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। তৃণমূল পাবে ২৩ থেকে ২৭টি আসন।
অন্যদিকে, আম্বার এ আই এ ডি এম কে পাবে ১৬/২০টি। নীতীশ কুমাররা পাবে ১৫ থেকে ১৯টি আসন। বিজু জনতা দল পেতে পারে ১২ থেকে ১৬টি আসন। অন্যদিকে ওয়াই এস আর কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল পেতে পারে যথাক্রমে ১১ থেকে ১৫ এবং ৮ থেকে ১২টি আসন। তেলেগু দেশম পার্টি এবং তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির দখলে যাবে ৬ থেকে ১০টি আসন এবং ৫ থেকে ৯টি আসন।
বাংলাদেশ সময় : ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস