ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের আহবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
মিশরে সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের আহবান

ঢাকা: নিরাপত্তা বাহিনীর গুলিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির শতাধিক সমর্থক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ‘খাদের কিনারা থেকে ফিরে আসতে’ মিশরের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সহিংসতার ঘটনায় রোববার গভীর উদ্বেগ প্রকাশ করে মিশরের অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এলবারাদি ও পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।



তিনি বলেন, ‘মিশর এখন খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছে। খাদের কিনারা থেকে নিজেদের দেশকে বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে মিশরের সকল রাজনৈতিক নেতাকর্মীর প্রতি আহবান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। ’

শুক্রবার রাতে ও শনিবার ভোরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭০ জনেরও অধিক লোক নিহত হওয়ার পর এই বিবৃতি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

অবশ্য মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নাসর সিটি, ৬ অক্টোবর ব্রিজ সহ কায়রোজুড়ে শুক্রবার রাতভর ও শনিবার ভোরে নিরাপত্তাবাহিনীর গুলিতে শতাধিক ব্রাদারহুড সমর্থক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার ব্যক্তি।

মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে আরও দাবি করা হয়, নিরাপত্তা বাহিনী নির্বিচারে ব্রাদারহুড কর্মীদের ওপর গুলি চালিয়েছে। অবশ্য দেশটির সেনা কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কেবল টিয়ারগ্যাস ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুন সেনা অভ্যুত্থানে ব্রাদারহুডসমর্থিত প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির পর তাকে স্বপদে বহাল করতে বিক্ষোভ করে আসছে এক সময়ের নিষিদ্ধঘোষিত দলটি।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সমঝোতা সংলাপের আহবান জানানো হলেও তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ব্রাদারহুড।

এ পর্যন্ত কয়েক দফা বড় ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা দুই শত ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।