ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কানে ৫ কোটি মার্কিন ডলারের গহনা চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, জুলাই ২৮, ২০১৩
কানে ৫ কোটি মার্কিন ডলারের গহনা চুরি

ঢাকা: ফ্রান্সের কান শহরের একটি হোটেল থেকে ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার মূল্যের গহনা চুরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কার্লটন হোটেলে রোববার সকালে এ চুরির ঘটনা ঘটেছে।

ওই হোটেলে গহনার প্রদর্শনী চলছিল।

হোটেলটি ক্যানের অভিজাত এলাকাগুলোর অন্যতম ‘ক্রইসেতে’ অবস্থিত। বার্ষিক চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত কান। ওই উৎসবে সারা বিশ্ব থেকে তারকারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।