ঢাকা: মানুষের বেঁচে থাকার জন্য শারীরিক যে অঙ্গগুলির কার্যক্রম অব্যাহত থাকা পূর্ব শর্ত তার মধ্যে হৃদপিণ্ড হলো প্রধান। সোজা কথায় হৃদপিণ্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে মানুষ বাঁচতে পারে না।
কিন্তু একেবারে হৃদপিণ্ড ছাড়াই দুই বছর বেঁচে থেকে রেকর্ড গড়লেন ব্রিটিশ নাগরিক মাথু গ্রিন। শরীর থেকে হৃদপিণ্ড অপসারণ করা হলেও কৃত্রিম রক্ত সঞ্চালনের (এক্সটার্নাল ব্লাড পাম্প) সাহায্যে দুই বছর বেঁচে ছিলেন তিনি!
৪২ বছর বয়সী গ্রিন পেশায় একজন চিকিৎসক। গত মাসের শুরুর দিকে তার শরীরে দানপ্রাপ্ত হৃদপিণ্ড প্রতিস্থাপিত হয়।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস জানায়, ক্যামব্রিজশায়ারের পাপওর্থ হাসপাতালে নতুন হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর এখনো হাসপাতালে আছেন গ্রিন। তবে তিনি শিগগির বাড়ি ফিরতে পারবেন বলে প্রত্যাশা করছেন চিকিৎসকরা।
গ্রিন বলেন, ‘আমি নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষটি মনে করছি, কারণ হৃদযন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে আমি তৃতীয় বারের জীবন পেলাম। ’
জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে গ্রিনের হৃদপিণ্ডের প্রধান চেম্বারগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়েই সেটি অপসারণ করে ফেলা হয়।
বিস্ময়কর ব্যাপার হলো, হৃদপিণ্ডহীন গ্রিনকে কৃত্রিম রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রায় দুই বছর বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে।
পাপওর্থ হাসপাতালের প্রতিস্থাপন সেবা বিভাগের পরিচালক স্টিভেন সুই বলেন, ‘এত দীর্ঘ অথচ অনিশ্চিত অপেক্ষার পর একজন দাতার হৃদপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে গ্রিনকে আগের জীবন ধারায় ফিরিয়ে আনতে পারায় আমরা উচ্ছ্বসিত, আশা করছি তিনি খুব শিগগির বাড়ি ফিরতে পারবেন। ’
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com