নয়াদিল্লি: পোশাক বিধি নিয়ে নির্দেশিকা জারি করে বিতর্কে পড়ল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।
দিনকয়েক আগে ছাত্রীদের পোশাক নিয়ে দেওয়া বিশেষ নির্দেশিকায় বলা হয়েছিল, ছাত্রীদের সালোয়ার কামিজের মতো পোশাক পরতে হবে।
এমনকি নির্দেশ দেওয়া হয়েছিল যাতে শিক্ষার্থীরা একটির বেশি মোবাইল ফোন ব্যবহার না করে। বিশ্ববিদ্যালয়ের এ নির্দেশের পরেই বিক্ষোভে ফেটে পড়েছিল শিক্ষার্থীদের একাংশ। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোশাক নিয়ে রীতিমত ফতোয়া জারি করেছে।
এরপর বাধ্য হয়েই পিছু হটে কর্তৃপক্ষ। গত শুক্রবার পোশাক বিধি নিয়ে দেওয়া নির্দেশটিও ফিরিয়ে নেয় তারা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এস আহমেদ আলি জানিয়েছেন, ছাত্রীদের পোশাক নিয়ে কোন রকম ফতোয়া জারি করা হয়নি। এটা আসলে শিক্ষার্থীদের প্রতি কর্তৃপক্ষের উপদেশ ছিল। তিনি অভিযোগ করে বলেন, প্রচারমাধ্যম বিষয়টির ভুল ব্যাখ্যা করছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com