ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরা বিধানসভায় কংগ্রেস দল নেতার নাম ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): বিধানসভা নির্বাচনের প্রায় পাঁচ মাস পর বিরোধী দল নেতার নাম ঘোষণা করল কংগ্রেস। রোববার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে সুদীপ রায় বর্মণের নাম ঘোষণা করা হয়।

এই ঘোষণা আসে দিল্লি থেকে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসে। নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি ঘটে। ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেস জয়ী হয় মাত্র দশটি আসনে।

সেই থেকে বিরোধী দল নেতার নাম ঘোষণা করেনি কংগ্রেস। প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথকে বিরোধী দল নেতা হিসাবে কাজ চালিয়ে যাবার অনুমতি দেয় দল।  

সুদীপ রায় বর্মণ ১৯৯৮ সাল থেকে ত্রিপুরা বিধানসভার বিধায়ক। এবারই প্রথম তিনি বিরধী দলনেতা হলেন। এর আগে রাজ্য কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। তার নেতৃত্বেই দল গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। কিন্তু ব্যাপকভাবে পরাস্ত হয়।

এদিন দিল্লি থেকে তাকে বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করার পর তার অনুগামীরা আনন্দ উল্লাসে ফেটে পরেন। কিন্তু সাংবাদ মাধ্যমের কাছে তিনি মুখ খুলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে বিদায়ী বিরোধী দলনেতা রতন লাল নাথ জানিয়েছেন তিনি দায় মুক্ত হয়েছেন। ১৯৯৩ সাল থেকে তিনি রাজ্য বিধানসভার সদস্য। ২০০৩ সাল থেকে তিনি বিরোধী দলনেতার দায়িত্ব পালন করে আসছেন। দশ বছর দলনেতার দায়িত্বকালে তাকে দেখা গেছে সংখ্যা তত্ত্ব দিয়ে সরকারকে নাজেহাল করতে। সরকারের বিভিন্ন দুর্নীতি তিনি তুলে ধরেছেন সব সময়।

বাংলাদেশ সময় : ২১৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।