ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার কলা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
এবার কলা নিক্ষেপ

ঢাকা: বক্তৃতা দেওয়ার সময় কলা ছুড়ে অপমান করা হল ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী সিসিলি কিয়াঙ্গেকে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির রাজিনীতিবিদগণ।

কৃষ্ণাঙ্গ মন্ত্রী সিসিলি কিয়াঙ্গে এর আগেও বর্ণবাদী আচরণের শিকার হন। অবশ্য কলা ছোড়ার বিষয়টিকে তিনি খাবারের অপচয় বলেই মন্তব্য করেছেন।

তবে ইতালির পরিবেশমন্ত্রী আন্দ্রিয়া অরল্যান্ডো টুইটারে এ ঘটনাকে চরম আক্ষেপের বিষয় বলে উল্লেখ করেন।
এ মাসের শুরুর দিকে ইতালির এক সেনেটর কিয়াঙ্গেকে ওরাংওটাং বলেছিলেন। অবশ্য বলার পরে তিনি ক্ষমা চান। সংসদে তিনি বলেন, অশোভন আচরণের জন্য তার উচিত কিয়াঙ্গেকে একগুচ্ছ গোলাপ পাঠানো।

কঙ্গোতে জন্ম নেওয়া কিয়াঙ্গে শুক্রবার সার্ভিয়া শহরে ডেমোক্রেটিক পার্টির এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। সমাবেশের মধ্য থেকেই একজন হঠাৎ করে

তার দিকে কলা ছুড়ে মারে। অল্পের জন্য রক্ষা পান কিয়াঙ্গে।

ইতালিয়ান পুলিশ জানিয়েছে, তারা অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

টুইটারে কিয়াঙ্গে এ ঘটনাকে দুঃখজনক ও খাবারের অপচয় বলে উল্লেখ করেছেন।

এমন বৈরী পরিবেশে কাজ করে যাওয়ার সাহস ও সংকল্পের জন্য ইতালির শিক্ষামন্ত্রী মারিয়া কিয়ারা ক্যারোজ্জা কিয়াঙ্গের প্রশংসা করেন।

অবশ্য এ ধরনের অপমানের ঘটনা এই প্রথম নয়। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ধরনের ঘটনার শিকার হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম, এডিটর- eic@banglanews24.com  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।