ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসির সঙ্গে ইউরোপীয় কূটনীতিক অ্যাস্টনের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জুলাই ৩০, ২০১৩
মুরসির সঙ্গে ইউরোপীয় কূটনীতিক অ্যাস্টনের সাক্ষাৎ

ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন।

সোমবার প্রায় দুই ঘণ্টা ধরে মুরসির সঙ্গে আলাপ করেন ইউরোপের এই শীর্ষ ‍কূটনীতিক ।



ক্ষমতাচ্যুত মুরসিকে অজ্ঞাত স্থানে গৃহবন্দি রাখার পর এই প্রথম কোনো কূটনীতিককে তার সঙ্গে সাক্ষাত করার অনুমতি দিল সেনাবাহিনী।

এর আগে অবশ্য দেশটির মানবাধিকার সংগঠনের একটি প্রতিনিধিদল মুরসির সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

তবে, নিজের ঘনিষ্ঠজনদের সঙ্গে না নেওয়ায় সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান মুরসি।

সে হিসেবে গৃহবন্দি হওয়ার পর এবারই প্রথম কারও সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন তিনি।

সাক্ষাৎ শেষে ইউরোপীয় কূটনীতিক অ্যাস্টন গত ৩ জুলাই মুরসিকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করায় সেনাবাহিনীর কঠোর সমালোচনা করে ইসলামপন্থিদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত কর‍ার আহবান জানান।

অ্যাস্টনের মুখপাত্র এই বৈঠকের খবরটি টুইটার বার্তায় নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

মুরসির সঙ্গে অ্যাস্টনের সাক্ষাৎ শেষে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ভাইস চেয়ারম্যান এসাম এলেরিয়ান বলেছেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে আমরা অ্যাস্টনের সঙ্গে আলাপ করিনি, তবে আমরা তাকে এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে, বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবো আমরা। ’

তিনি আরও বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বৈধ প্রেসিডেন্টকে স্বপদে বহাল করার বিষয়ে কোনো আপস করবো না আমরা। ’

উল্লেখ্য, ২০১১ সালের শেষ দিকে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালের জুনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি। কিন্তু বিরোধীদের বিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থানে গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত হন তিনি।

তারপর থেকে মুরসিকে স্বপদে বহাল করতে বিক্ষোভ করে আসছে তার দল ব্রাদারহুড। বিক্ষোভ চলাকালে কয়েক দফা সহিংসতায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শত ছাড়িয়ে গেছে বলে দাবি করছে দলটি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।