ঢাকা: আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের প্রাক্কালে পাকিস্তানে আল কায়েদা ও তালেবান জঙ্গিদের সহিংস কার্যক্রম বেড়ে যাওয়ায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিতে ইসলামাবাদ সফরে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বুধবার রাতে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গে বৈঠক করবেন কেরি।
পাক নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তার এ বৈঠকে দু’দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও আলোচনা হবে বলে জানা গেছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্ক ভাল যাচ্ছে না। তবে ২০১১ সালের মে মাসে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরবর্তী পরিস্থিতি কিছুটা হলেও সামাল দিতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র।
অবশ্য, পাকিস্তানে চালানো যুক্তরাষ্ট্রের চালকবিহীন ড্রোন হামলার ব্যাপারে নাখোশ ইসলামাবাদ। বিশেষত, নব-নির্বাচিত নওয়াজ শরিফ সরকার ক্ষমতা গ্রহণের পরপরই ড্রোন হামলা বন্ধ করতে পেন্টাগনের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
ধারণা করা হচ্ছে, তালেবান ইস্যুতে কেরি যেমন নওয়াজ সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন, তেমনি ড্রোন হামলাবিরোধী নওয়াজও এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com