ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে নতুন পররাষ্ট্র সচিব সুজাতা সিং

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, আগস্ট ১, ২০১৩
ভারতে নতুন পররাষ্ট্র সচিব সুজাতা সিং

নয়াদিল্লি: ভারতের নতুন পররাষ্ট্র সচিব হলেন সুজাতা সিং। বৃহস্পতিবার থেকে শুরু হলো তার কার্যকালের মেয়াদ।

আগামী দু’বছর এ পদে আসীন থাকবেন তিনি।

রঞ্জন মাথাইয়ের স্থলাভিষিক্ত হলেন ১৯৭৬ সালের এই ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা। মাথাই ২০১১ সালের ১ অ‍াগস্ট পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

তার দু’বছরের মেয়াদ শেষ হয় বুধবার। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে ও অস্ট্রেলিয়ায় হাইকমিশনার হিসেবে কাজ করেছেন সুজাতা সিং।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।