নয়াদিল্লি: ভারতে ফের বাড়লো পেট্রোলের দাম। গত দুই মাসে এ নিয়ে টানা পাঁচ বার দাম বাড়ল।
কলকাতায় করের হিসাব ধরে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৮৮ পয়সা। ফলে আগের ৭৭.৭৬ রুপি থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮.৬৪ রুপি।
আর ডিজেলের দাম লিটারে বেড়েছে ৫৮ পয়সা। ফলে এক লিটার ডিজেলের দাম ৫৫.১৬ রুপি থেকে বেড়ে হয়েছে ৫৫.৭৪ রুপি।
ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, লিটারে পেট্রোলের দাম ৭০ পয়সা বাড়াতে হয়েছে। এর ফলে গত জুন থেকে এ পর্যন্ত জ্বালানিটির জন্য সাধারণ মানুষের খরচ বাড়ল লিটারে মোট ৬.৮২ রুপি (কর বাদ দিয়ে)।
লোকসান থেকে বের করে আনতেই গত জানুয়ারিতে তেল কোম্পানিগুলোকে ডিজেলের দাম বাড়ানোর স্বাধীনতা দিয়েছে নয়াদিল্লি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com